সারাদেশ

চলে গেলেন মসজিদের ইমাম, মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে একসঙ্গে ছয়টি এসির বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। তারা সবাই রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

আজ শনিবার রাতে মারা যান ওই মসজিদের ঈমাম আবদুল মালেক (৫৫)। তিনিসহ এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন।

আজ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ  শঙ্কর পাল।

নিহত অন্যদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন, মসজিদের মুয়াজ্জিন মো. দেলোয়ার (৪৫), জুয়েল (৭),  মো. জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবীর (৭০), কুদ্দুস বেপারী (৭০), মো. ইব্রাহিম (৪২), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জোনায়েদ (১৬), (১২), রাশেদ (৩০), মো. বাহাউদ্দীন (৫৫) ও মো. মিজান (৪০)।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ-শতাধিক মুসল্লি আহত হন।

Comment here

Facebook Share