বিশেষ প্রতিনিধি : মাহতাব নামে অজ্ঞাত পরিচয় এক কিশোরকে চোর সন্দেহে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে খোলা রাস্তায় ফেলে রাখে এক প্রভাবশালী মুদি ব্যবসায়ীর ছেলে।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হাতেমপুর বাজারে ২ ফেব্রুয়ারী ২০২০ তারিখ ঘটনাটি ঘটে। এই পাশবিক, মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছে, হাতেমপুর বাজারের মুদি ব্যবসায়ী অাকাব্বর মৃধার ছেলে খালেক মৃধা ও তার ভাই অাবু ছালে মৃধা। স্থানীয় সুশীল সমাজ বিষয়টিতে বিভিন্ন মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সেই সাথে, জনপ্রতিনিধের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মাহতাব এর সু-চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির দায়িত্বে যারা আছেন তাদের এই ঘটনায় জড়িত পাষন্ডদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
Comment here