জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনামূল্যে চক্ষু সেবার মাধ্যমে হাজারো মানুষ অন্ধত্ব থেকে মুক্তি পাচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে ২০ জেলার ৭০ উপজেলায় ‘কমিউনিটি ভিশন সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘প্রান্তিক মানুষের জন্য আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক শুরু করলেও বিএনপি জামায়াত জোট তা বন্ধ করে দিয়ে মানুষকে সেবা থেকে বঞ্চিত করে।’ কমিউনিটি ক্লিনিক থাকার কারণেই গ্রামের মা-বোনদের চিকিৎসা সেবার জন্য কারও মুখাপেক্ষী থাকতে হয় না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া এই ভিশন সেন্টারের মাধ্যমে প্রান্তিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

 

Comment here