জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারছেন না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলেন, তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থায় বিশেষায়িত হাসপাতালে রেখে তার চিকিৎসা করানো জরুরি। অবিলম্বে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করে বিএনপি।

গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির নেতারা এ কথা বলেন। কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

এই সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান। দলের পক্ষে সংবাদ সম্মেলনে জমির উদ্দিন সরকার বলেন, কারাগারের দূষণযুক্ত পরিবেশে খালেদা জিয়ার স্বাস্থ্য, সুস্থতা ও জীবন সবই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

সর্বশেষ তার স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে, ইনসুলিন ব্যবহারের পরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ তো হচ্ছেই না, বরং তা বিপজ্জনক মাত্রায় অবস্থান করছে। ইতোমধ্যে তার মুখে ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ক্ষতের জন্য মুখে প্রচ- ব্যথা রয়েছে। স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারছেন না। অনেক আগে থেকেই তিনি বাম কাঁধ ও হাতের ব্যথায় ভুগছেন। মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া অত্যন্ত ?অসুস্থ।

তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ অবস্থায় তাকে কেরানীগঞ্জের কারাগারে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এটি মেনে নেওয়া হবে। এটি মানবতাবিরোধী কাজ। এক প্রশ্নে মির্জা আব্বাস বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগকে কীভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা আমরা এক সময় করব। এত চিন্তা করে লাভ নেই। আমরা প্যারোল চাইব না। তিনি (খালেদা জিয়া) অসুস্থ তার চিকিৎসা দরকার।

এ জন্য তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

Comment here