বিনোদন প্রতিবেদক : বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেক নাটকই ইতোমধ্যে নির্মাণ শেষ হয়ে গেছে বা হচ্ছে। সেই সূত্র ধরেই নতুন একটি নাটক নির্মাণ শেষ হলো। নাম ‘ব্রেকআপ বয়’। মাসুদুল হাসানের গল্প-ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন কুদরত উল্লাহ। এটি নির্মাণ করেছেন সহিদ উন নবী।
তিনি বলেন, ‘কুদরত উল্লাহর চিত্রনাট্যে ভালোবাসা দিবসে আরও বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছি। এই নাটকটির গল্প ও চিত্রনাট্যও বেশ ভালো হয়েছে। সবসময় আমার নির্মাণে ভিন্নতা রাখার চেষ্টা করি। আশা করি, ভালোবাসা দিবসের এই নাটকের ক্ষেত্রেও ভিন্ন কিছু দর্শক দেখতে পাবেন।’
‘ব্রেকআপ বয়’ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, সাবিলা নূর, কায়েজ চৌধুরী, নির্জন মোমিন, জয়নাল জ্যাক, মান্তাহাসহ আরও অনেকে।
নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, ‘অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করি সবসময় দশর্কদের মজার ছলে কিংবা সিরিয়াস হয়ে ভালো কিছুর মেসেজ দেওয়ার। “ব্রেকআপ বয়” নাটকের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ভক্তরা এই নাটকে আমাকে নতুনভাবে দেখতে পাবেন।’
সাবিলা নূর বলেন, ‘ভিন্ন চরিত্র করতেই এখন বেশি ভালো লাগে। এই নাটকে ক্ষেত্রে বলতেই পারি চরিত্রটা অনেকটা মজার আবার অনেক সাসপেন্স আছে।’
আকবর হায়দার মুন্না’র প্রযোজনায় ‘ব্রেকআপ বয়’ আসছে ভালোবাসা দিবসে বিগ বি এন্টারটেইন্টমেন্ট চ্যানেলে প্রচার হবে।
Comment here