আন্তর্জাতিক

ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বার্লি গুইলফয়ল। আজ শনিবার ট্রাম্পের ভিক্টরি ফিন্যান্স কমিটির চিফ অব স্টাফ সার্জিও গর এ তথ্য প্রকাশ করেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে চিফ অব স্টাফ সার্জিও গর বলেন, ‘ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিম্বার্লি গুইলফয়ল আইসোলেশনে গেছেন।’

ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বার্লি মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারী হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে তার সব ধরনের গণযোগযোগ ও অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

সিএনএন তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ট্রাম্প জুনিয়রের করোনা নমুনাও পরীক্ষা করা হয়েছে। তিনি করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন। সব ধরনের অনুষ্ঠানে যোগদান বাতিল করে স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ট্রাম্পের ছেলে।

হোয়াইট হাউস ও ট্রাম্পের ভিক্টরি ফিন্যান্স কমিটি জানিয়েছে, আক্রান্ত হওয়ার প্রতিবেদন পাওয়া গেলেও কিম্বার্লি সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টের সংস্পর্শে যাননি। তিনি মাস্ক ছাড়া তুলসা, ওকলাহোমা সফর করেছিলেন।

Comment here

Facebook Share