শিক্ষাঙ্গন

ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।

আজ রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। করোনা মহামারির কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার কথা জানিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিডিএস কোর্সের আবেদন শুরু হয় গত ২৭ মার্চ থেকে এবং আবেদনপত্র গ্রহণ করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হয়।

 

Comment here

Facebook Share