ঢাকার বাতাস আজ ‘গ্রহণযোগ্য’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঢাকার বাতাস আজ ‘গ্রহণযোগ্য’

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ৮৪ স্কোর নিয়ে ১৯ নম্বরে অবস্থান করছে ঢাকা। শুক্রবার ছুটির দিন সকাল ১০টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে নির্দেশ করে।

এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। ১৭০ স্কোর নিয়ে দুই নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে উগান্ডার কামপারা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।

৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Comment here