সারাদেশ

তথ্য গোপন করে শ্বশুর বাড়িতে করোনা আক্রান্ত ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য গোপন করে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার খবর শুনে টাঙ্গাইল থেকে পালিয়ে এই ব্যক্তি ধামরাইয়ে ম্বশুর বাড়িতে আসেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা পালিয়ে আসা এই ব্যক্তিকে শ্বশুর বাড়িতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আজ সোমবার দুপুরে দ্বীপক চন্দ্র সাহা বলেন, ‘আক্রান্ত ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। তার বয়স ৪৬ বছর। তিনি রাজবাড়ী জেলায় চাকরি করেন। অসুস্থ বোধ করায় গত ২৩ এপ্রিল তিনি ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা জমা দিয়ে টাঙ্গাইলে চলে যান। এরপর জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি গোপন করে ২৫ এপ্রিল তিনি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন এলাকায় শ্বশুর বাড়িতে আসেন।’

তিনি আরও বলেন, ‘ঢাকার জেলা প্রশাসন থেকে যোগাযোগ করে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়, টাঙ্গাইলের ওই ব্যক্তি চৌহাট এলাকায় শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে তাকে খুঁজে বের করা হয়।’

ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, ‘প্রথমে ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তিনি স্বাস্থ্যবিধি কতটা মেনে চলবেন তা নিয়ে আমাদের সন্দেহ আছে। যে কারণে তাকে ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আমরা জানার চেষ্টা করছি, কতজন তার সংস্পর্শে এসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ধামরাই উপজেলায় ১৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার রাতে পাওয়া রিপোর্টে দেখা গেছে, ২৭ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।’

এ বিষয়ে জানতে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Comment here

Facebook Share