সারাদেশ

তরুণদের যে আহ্বান জানালেন তারেক রহমান

জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্রসমাবেশে বেশ কয়েকটি দিক নিয়ে কথা বললেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য রেখেছেন তরুণদের উদ্দেশে। ধানের শীষের জন্য তরুণ প্রজন্মের কাছে ভোট চেয়েছেন তিনি।

তরুণ ভোটারদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বান, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

আজ রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ‘ছাত্রসমাবেশে’ দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীসহ সারা দেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে, যারা নতুন ভোটার। আসো তাহলে বলি সেই আহ্বান– ‘‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’’’

শাহবাগে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে।’

জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের অবদানের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্রদলের ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না।’

Comment here

Facebook Share