সারাদেশ

দিবা হয়ে আসছেন পরীমনি

বিনোদন প্রতিবেদক : দেশের প্রেক্ষাগৃহে চলছে পরীমনি অভিনীত ছবি ‘বিশ্বসুন্দরী’। এরই মধ্যে পরী দাঁড়িয়েছে তার নতুন ছবির শুটিংয়ে। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন নির্মাতা তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’র কাজে। শুটিংয়ের ফাঁকে ফেসুবকে প্রকাশ করেছেন কয়েকটি ছবিও। এতে তিনি অভিনয় করছেন ‘দিবা’ চরিত্রে।

জানা গেছে, নিজের ডিজাইন করা পোশাক পরেই ছবিতে অভিনয় করছেন পরীমনি।

তিনি বলেন, ‘আগে মাঝে মধ্যেই নিজের পোশাক নিজেই ডিজাইন করেছি। “বিশ্বসুন্দরী”র প্রচারের জন্য নিজের পোশাক নিজেই ডিজাইন করেছি। তবে এবার ছবিতে প্রথম আমার ডিজাইন করা পোশাক পরে শুটিং করছি।’

একটি ব্যান্ড দলকে ঘিরে তৈরি হয়েছে ‘স্ফুলিঙ্গ’ ছবির গল্প। এতে তারুণ্যের উদ্দাম দেখা যাবে। ছবির মহরতে নির্মাতা তৌকীর আহমেদ জানান, তারুণ্যের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার একটি মেলবন্ধন পাওয়া যাবে এই ছবিতে।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘স্ফুলিঙ্গ’। টানা দৃশ্যধারণ শেষে আসছে মার্চে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন এর নির্মাতা।

 

Comment here

Facebook Share