জাতীয়

দুজন শিয়া মেয়েকে দত্তক নিয়েছিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিয়া সম্প্রদায়ের দুজন মেয়েকে দত্তক নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে শেখ হাসিনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, তিনি দু’জন শিয়া মেয়েকে দত্তক নিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক। বাংলা ভাষায় প্রচুর ফারসি শব্দের ব্যবহারের কথাও ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তিনি। ’

গতকাল বুধবার বাংলাদেশ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মুসলিম উম্মাহর ঐক্যের ব্যাপারে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘মুসলিম উম্মাহর ঐক্য দরকার। আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ, মতপার্থক্যের সুযোগে তৃতীয়পক্ষ সুবিধা নিচ্ছে। মুসলিমরা নিজেদের রক্ত ঝরাচ্ছে, অন্যরা তার সুবিধা নিচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য চাই। যদি মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থেকেও থাকে, সেগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এ জন্য রক্তক্ষরণের দরকার নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপনকারী আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে জাভেদ জারিফ বলেন, ‘তার দেশও নানা প্রতিকূলতা কাটিয়ে অর্থনৈতিক উন্নয়ন করছে।’

ইরান সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেও জাভেদ জারিফ জানান বলে জানিয়েছেন প্রেস সচিব।

এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান, বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত রাজা নাফার উপস্থিত ছিলেন।

Comment here

Facebook Share