ধর্ষণের পর হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
চট্টগ্রামসমগ্র বাংলা

ধর্ষণের পর হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার কোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সাজ্জাদ হোসেন (৩০)। তিনি পেকুয়া উপজেলা সদরের কিল্লাঘোনা এলাকার আবুল হোসেন পুতুর ছেলে।

এর আগে গত ৬ মে এক তরুণীকে (১৮) ধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এ ঘটনার প্রধান আসামি ও মূল হোতা ছিলেন সাজ্জাদ হোসেন।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে চম্পা ধর্ষণ মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেনকে কিল্লাঘোনা এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে পেকুয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সাজ্জাদকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোনাখালী এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সাজ্জাদের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও সাজ্জাদের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৬ মে সিএনজিযোগে ওই তরুণী বেগম চট্টগ্রাম শহর থেকে নিজ বাড়ি খরুলিয়ায় ফিরছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে চকরিয়া মরংঘোনা এবিসি মহাসড়কে চলন্ত গাড়ি থেকে তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওইদিন রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে গেছেন দুর্বৃত্তরা। নিহত তরুণী কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার নয়াপাড়া এলাকার বাসিন্দা।

Comment here