সারাদেশ

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ২ শিশু

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে দুইজন শিশু রয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আক্রান্তদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের নিচে।’

এ ছাড়া অন্য সাতজন আক্রান্তের মধ্যে তিনজনের বয়স ২০-৩০ বছর বয়সের মধ্যে। দুজনের বয়স ৫০-৬০ এর মধ্যে। একজনের বয়স ৬০-৭০ এবং একজনের বয়স ৯০ বছর বলে জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক।

এ নিয়ে বাংলাদেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭০ জনে। এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এখন বাংলাদেশে করোনাভাইরাসে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল আটজনে।

Comment here

Facebook Share