নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার সদর উপজেলার মাধবদীতে ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে মাধবদীর থানার কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফকারকৃতরা হলো, কক্সবাজার উখিয়া থানার তুতুরবিল এলাকার শামসুল আলম এর ছেলে জসিম উদ্দিন(২৬), সদর উপজেলার কুড়েরপাড় এলাকার আঃ লতিফ এর ছেলে শরিফুল ইসলাম বাপ্পি(৩২)।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম, বার) সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে মাধবদীর কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। এই ঘটনায় মাধবদী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
Comment here