ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় দুই শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরন মিয়া (২৫), মো. কাওছার (১৬), মুক্তা (২০), লিমা (৩), নুরজাহান (৬০) ও আপন (১০)।
দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর জেলার শিবপুর উপজেলায়।
ওই পরিবারের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেট ধরানোর জন্য আগুন ধরালে পুরো ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আজ ভোরে একই পরিবারের দগ্ধ আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 
            


 
                                 
                                
Comment here