পঞ্চগড়ের শীতার্ত মানুষদের পাশে ঢাকাস্থ পঞ্চগড়বাসী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

পঞ্চগড়ের শীতার্ত মানুষদের পাশে ঢাকাস্থ পঞ্চগড়বাসী

এস এম আল আমিন পঞ্চগড় প্রতিনিধি : হিমালয়ের সবুজ কন্যা নামে পরিচিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের কাছাকাছি হওয়া এ জেলায় শীত আগে নেমে পরে যায়। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলার ৫টি উপজেলায় গরীব অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দিলো ঢাকাস্থ পঞ্চগড়বাসী নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
সোমবার(৬ জানুয়ারী) ভোর থেকে পঞ্চগড়ের ৫ উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার হিসেবে  এ শীতবস্ত্র পৌঁছিয়ে দেয়।
সংগঠনটির একদল সদস্য  ও স্থানীয়দের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে গরীব  অসহায় ও শীতার্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র উপহার হিসাবে কয়েক শতাধিক শীতের কম্বল বিতরণ করে।
জানা যায়, ঢাকায় বিভিন্ন এলাকায় বসবাসরত পঞ্চগড়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিয়ে গঠিত  ঢাকাস্থ পঞ্চগড়বাসী নামের এ সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনটি। সংগঠনটি দীর্ঘদিন ধরে” ঐক্য ভ্রাতৃত্ব উন্নয়ন”এই স্লোগান নিয়ে কাজ করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য কাজের মধ্যে পঞ্চগড়ের যে কোন দূর্যোগে পাশে দাঁড়ানো, পঞ্চগড় জেলা সমিতি গঠন, পঞ্চগড়ের মেধাবী দরিদ্র শীক্ষার্থীদের৷ সহায়তা করা, দরিদ্র রোগিদের চিকিৎসা সহায়তা, রক্ত বন্ধুর মাধ্যমে সেচ্ছায় রক্ত দান, চাকরি সহায়তা পঞ্চগড় রেল আন্দোলন, ড্রেজার বন্ধে আন্দোলন, স্কুল ছাত্রী আসমা হত্যার বিচারের দাবীতে ঢাকায় মানববন্ধন সহ পঞ্চগড়ের বিভিন্ন কল্যাণমুখী কাজ করে আসছে।

Comment here