নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে শরীয়তপুর পরিবহন নামে একটি বাসের ধাক্কায় মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে। যখন গাড়ির চাপ বাড়বে তখন আমরা এটি পুনরায় চালু করবো।
২ নম্বর বুথ বন্ধ থাকলেও টোলপ্লাজার অপর চারটি বুথ সচল রয়েছে। সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে বলেও জানান ড. মাহমুদুর রহমান।
টোলপ্লাজায় দায়িত্বরত দুই নিরাপত্তা কর্মী জানান, সকাল পৌনে ১১টার দিকে শরীয়তপুরগামী একটি বাস পদ্মা সেতুর টোলপ্লাজায় ডানপাশ থেকে ধাক্কা দেয়। এতে টোলপ্লাজার স্টিলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া টোলপ্লাজার দুই নম্বর বুথের মূল কাঠামো কিছুটা হেলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।
পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের ভিড়ের মধ্যে একটি বুথ বন্ধ থাকায় অন্য বুথগুলোতে চাপ বেড়েছে। তবে বুথটি সচলের চেষ্টা চলছে।
Comment here