মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পিরোজপুর শাখার উদ্যোগে শীতার্ত ভবঘুরে ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) রাতে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে এই কম্বল বিতরণ করেন পুনাক পিরোজপুর শাখার সভানেত্রী সুবর্ণা আক্তার সম্পা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। সভানেত্রী সুবর্ণা আক্তার সম্পা বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের এই কঠিন সময়ে তাদের জন্য সামান্য সহযোগিতার মাধ্যমে কিছুটা স্বস্তি দিতে পেরে আমরা আনন্দিত।” ভবিষ্যতেও আমাদের এই ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ব্যক্তিরা পুনাকের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
Comment here