আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক :করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় উপকরণ পাঠানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ।

আজ বুধবার সকাল ১১টার দিকে টেলিফোন করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিফোনে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণ সামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

এ সময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন এই দুই নেতা।

Comment here

Facebook Share