প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিলো পিএইচপি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিলো পিএইচপি

নিজস্ব প্রতিবেদক : মাহামারি নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে দেশের অন্যতম শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি। পিএইচপি পরিবারের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সূফী মোহাম্মদ মিজানুর রহমানের প্রতিশ্রুতি মতে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অনুদান প্রদান অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এর আগে গত ১ এপ্রিল চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) দেয় পিএইচপি ফ্যামিলি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসব পিপিই দেওয়া হয়েছে। তাছাড়া করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে পিএইচপির পক্ষ থেকে।

এদিকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এ বছর একুশে পদক ২০২০ পেয়েছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান। পদকের সঙ্গে পাওয়া টাকা ইতিমধ্যে তিনি করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসায় ব্যয়ের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের হাতে দিয়েছেন।

Comment here