ক্রাইম

প্রেমিককে বিয়ে করতে দুই মেয়েকে খুন করলো মা!

প্রেমিককে বিয়ে করবে বলে দুই মেয়েকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। প্রেমিকেরই সাহায্য নিয়ে দুই মেয়ের দেহ সে ভাসিয়ে দিল খালের জলে। চণ্ডীগড়ে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

অভিযুক্ত মহিলার নাম পূজা আর তার প্রেমিক অজয়। মৃত দুই কন্যা রেখা ও সীমা। পূজার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তার শ্যালিকা। বছর দেড়েক আগে পূজার স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই মেয়ের দেহ-সহ পূজাকে সুনাম রেল স্টেশনে দেখা গিয়েছে। দেহগুলি সঙ্গরুর ও মনসা থেকে উদ্ধার করা হয়েছে। অজয়কে গ্রেফতারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন লেহরা থানার ইন-চার্জ।

মাত্র কয়েকদিন আগেই এমনই আরও একটি অপরাধের ঘটনা প্রকাশ্যে এসেছিল গ্রেটার নয়ডায়। সেখানে প্রেমিকের সাহায্য নিয়ে নিজের স্বামীকে খুন করেছিল এক স্ত্রী।

Comment here

Facebook Share