মধ্যবিত্ত পরিবারের মেয়ে ‘উর্বী’। মূলত বাবা-মা ও ভাইকে নিয়ে তাদের টানাপোড়েনের সংসার। ঘটনাক্রমে তার নাম অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। জেলেও যেতে হয় তাকে। সেখানে মেয়েকে দেখে অবাক হন তার মা। উর্বীর ড্রেসআপ নিয়ে প্রশ্ন তোলে কষে এক থাপ্পর মাড়েন তিনি। এভাবেই ‘অসময়’র গল্পে উর্বী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’র গল্প এগিয়েছে ফারিণের চরিত্রকে কেন্দ্র করে। সম্প্রতি প্রকাশ হয়েছে এর ট্রেলার। এটি প্রকাশ করে এক ফেসবুক পোস্টে অমি লিখেছেন, ‘সময়ের গল্প বলতে আসছে “অসময়”। চোখ রাখুন ১৮ জানুয়ারি বঙ্গতে।’
এর আগে, প্রকাশ পায় সিনেমাটির পোস্টার। যেখানে ডাস্টবিনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনয়শিল্পীদের। এ নিয়ে কাজল আরেফিন অমির ভাষ্য, ‘আসলে আমাদের সমাজে এমন অনেকে আছেন যারা ওপরে অনেক সুন্দর জামাকাপড় পরে থাকে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তবে তাদের ভেতরটা কালো। তারা হয়ত ময়লাস্তূপে বসবাস করে নিজেকে ফিটফাট বোঝাতে চায়। আমাদের সমাজে এই ধরনের শো-অফ অনেক বেশি চলে। মূলত তারা ওপরে একরকম, ভেতরে আরেকরকম। আর এই ফিলোসফি থেকেই “অসময়”র পোস্টারটি তৈরি করা।’
‘অসময়’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জিয়াউল হক পলাশ, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্তসহ অনেকে। আগামী ১৮ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি পাচ্ছে।
এ ছাড়া আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সিনেমার স্পেশাল প্রিমিয়ার। সেখানে উপস্থিত থাকছেন নির্মাতা ও কলাকুশলীরা। দর্শকরাও চাইলে প্রি-বুকিং করে লুফে নিতে পারেন তাদের সঙ্গে সিনেমাটি দেখার বিশেষ সুযোগ। জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে যারা প্রি-বুকিং করবেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫০ জন সৌভাগ্যবান বিজয়ী এই সুযোগ পাবেন।
Comment here