‘বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

‘বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণেই অবশেষে স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।’

আজ বৃহস্পতিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে পদ্মা সেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সম্মেলনে যুক্ত ছিলেন সেতুমন্ত্রী।

সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান। তার মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।’

বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি আজ দুপুর ১২টা ২ মিনিটে বসানো হয়েছে। এর মধ্য দিয়ে পুরো সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

advertisement
  

 

Comment here