নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে সোনারগাঁও সড়কের আর কে টাওয়ার নামে ১০তলা ভবনে আগুন লেগেছে। ওই ভবনের ছয়তলা থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভাতে তাদের আটটি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণে সোনারগাঁও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
            

 
                                 
                                
Comment here