নিজস্ব প্রতিবেদক : জমজমাট বেচাকেনার মধ্যেই ২৫তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার মেয়াদ চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার এ বিষয়ে মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নেয়। মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে আট দিন সময় বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সিদ্ধান্ত কার্যকর হলে ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৪ ফেব্রুয়ারি শেষ হবে মেলা।
তবে এরই মধ্যে বিক্রি বাড়াতে বিভিন্ন পণ্যে বড় ছাড় ও নানা অফার ঘোষণা করেছে স্টল ও প্যাভিলিয়নগুলো। মেলা থেকে পণ্য কিনলেই মিলছে ১০ থেকে ৫০ শতাংশ হারে ছাড়, ক্যাশব্যাকসহ দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ; সঙ্গে উপহার তো আছেই। তাই নিত্যনতুন এসব অফারের আকর্ষণে মেলায় প্রতিদিনই বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়।
গতকাল মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ছুটির দিন না হওয়া সত্ত্বেও মেলায় ছিল ক্রেতা-দর্শনার্থীর ভিড়। ক্রেতা টানতে প্রায় প্রতিটি স্টলেই রয়েছে মূল্যছাড়, উপহার ও লোভনীয় অফার। অনেক স্টলের সামনে আবার শোনা যাচ্ছে বিক্রেতাদের হাঁকডাক। সঙ্গে বিভিন্ন কম্বো ও প্যাকেজ পণ্যসামগ্রী তো আছেই।
মেলায় ফার্নিচার, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ পণ্য, গৃহসজ্জার সামগ্রী, খেলনা, গহনা ও নারীদের প্রসাধনী সামগ্রীর প্যাভিলিয়নগুলোতেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিক্রিও বেড়ে গেছে কয়েক গুণ। ব্রাদার্স ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, পারটেক্স ফার্নিচার, নাভানা ফার্নিচার, ডেল্টা ফার্নিচারের প্যাভিলিয়ন দিচ্ছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। হাতিলের পণ্যে ৫ থেকে১০ শতাংশ ছাড় রয়েছে। এ ছাড়া মেলায় প্লাস্টিক ফার্নিচার এবং অন্যান্য ফার্নিচার কিনে বিকাশ দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। ওয়ালটন টেলিভিশন ও ফ্রিজে দিচ্ছে ১০ শতাংশ ছাড়, এসিতে দেওয়া হচ্ছে ১২ শতাংশ ছাড়। ফ্রিজের ক্ষেত্রে রয়েছে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার, এসিতে ১২ বছর বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ। যমুনার সব পণ্যে ১০ থেকে ২৯ শতাংশ ছাড় রয়েছে। ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় সর্বোচ্চ ৩০০ শতাংশ ছাড় রয়েছে, যা পরবর্তী ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সনির বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে ২৩ থেকে ৫১ শতাংশ ছাড় রয়েছে। বিশেষ করে এলইডি টিভিগুলোতে মিলছে নজরকাড়া ছাড়। স্যামসাংয়ের ফ্রিজে ১ থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড় রয়েছে। টিভিতে ছাড় রয়েছে ৩৫০০ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত। স্মার্টফোনে ছাড়ের পাশাপাশি ইন্টারনেট ফ্রি দিচ্ছে স্যামস্যাং। কনকার বিভিন্ন পণ্যে ৮ থেকে ১৫ শতাংশ ছাড় রয়েছে। জিপি স্টার হলে আরও ১ শতাংশ বেশি ছাড় পাবেন। গৃহস্থালি বিভিন্ন জিনিসপত্রেও মিলছে ব্যাপক ছাড়।
খাদ্যপণ্যও পাওয়া যাচ্ছে বিশেষ অফারে। বিস্কুট, নুড্লস, কেক, চিপস কিনলে পণ্যভেদে পাওয়া যাচ্ছে শতভাগ ছাড়। আবার কিছু পণ্য একটি কিনলে পাওয়া যাচ্ছে আরেকটি ফ্রি। যদিও অফার দিয়ে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগও পাওয়া গেছে। আতিক হোসেন নামে এক ক্রেতা বলেন, একটা কিনলে আরেকটি পণ্য ফ্রির নামে যে অফার দেওয়া হচ্ছে, এগুলোর বেশিরভাগই নিম্নমানের। অন্যদিকে মেকআপ পণ্যে যে অফার দেওয়া হচ্ছে, সেগুলোও কম মেয়াদের।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজকালের মধ্যেই মেলা আয়োজক প্রতিষ্ঠান ইপিবির কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।
Comment here