সারাদেশ

বাবার কবরের পাশেই শায়িত অধ্যাপক আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে আজিমপুরে তার বাবার কবরের পাশেই বেলা আজ শুক্রবার পৌনে ১১ টায় দাফন করা হয়েছে। দাফনের আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আনিসুজ্জামানের ছোট ভাই মো. আক্তারুজ্জামান দৈনিক মুক্ত আওয়াজ  অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্তারুজ্জামান বলেন, ‘করোনা টেস্ট পজিটিভ আসায় লাশ দাফনে তেমন কোনো অনানুষ্ঠানিকতা করা হয়নি৷ পরিবারের সদস্যদের ইচ্ছাতেই স্বাস্থ্যবিধি মেনে আজিমপুরে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আজিমপুরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার জানাজা এবং দাফনে অল্প কিছু লোকজন উপস্থিত ছিল।’

আক্তারুজ্জামান গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে বলেছিলেন, ‘সিএমএইচ থেকে আমাদের জানানো হয়েছে উনার করোনা টেস্ট পজিটিভ এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হবে। আমাদের বাবা-মায়ের কবর আজিমপুরে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ড. আনিসুজ্জামান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

Comment here

Facebook Share