বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে সংলাপে বসতে বিএনপি রাজি থাকলে বিষয়টি ‘বিবেচনায় নেওয়া হবে’।

কোরবানির ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে আজ রোববার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি ফখরুলকে জিজ্ঞেস করেন তারা সংলাপ করতে রাজি আছে কিনা। এরপর আমরা বিবেচনা করব। কারণ আমাদের প্রেসিডেন্ট (রাষ্ট্রপতি) একবার ডেকেছিলেন, নির্বাচন কমিশন দুইবার তাদের ডেকেছে তারা আসেনি। তাদের অ্যাটিচিউডটা কি সেটা আগে জানান।’

আরও পড়ুন: খাদ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

advertisement…

তবে আগামী নির্বাচন যে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে, সে কথা মনে করিয়ে দেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, ‘কারও প্রেসক্রিপশন অনুযায়ী দেশে নির্বাচন হবে না। বিরোধী দলের কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ।’

এ সময় তিনি খাদ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বলেন, ‘বিশ্ব সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, জীবন নির্বাহে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি সংকটে নিত্যপণ্যের সংকট- এসব বিষয়ে মনোযোগ দিতে হবে। সাধারণ মানুষের জীবন যেন স্বস্তিদায়ক হয় সে জন্য আমাদের সহযোগিতা করতে হবে। সরকারের এখানে অগ্রাধিকার হচ্ছে মানুষের জীবনকে স্বস্তিদায়ক করা।’

তিনি আরও বলেন, ‘মানুষের কষ্ট হবে সেটা সিন্ডিকেট হোক সেই বাধা দূর করতে হবে, বাজারে সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি হবে সেখানে সরকারের দায়িত্ব আছে।’

আরও পড়ুন: ‘১৪ বছরে দেশ বদলে গেছে, স্বীকার করতেই হবে’

‘সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিয়ে তাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, এক সময় এটা লাগামছাড়া থাকবে না,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখন রংপুরে ২শ নারী অভাবের তাড়নায় পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল। পত্রপত্রিকায় সে খবর এসেছে। আজকে সে দৃশ্য দেখা দেয়নি। আমরা সচেতন আছি। মানুষকে বাঁচাতে হবে।’

এ সময় চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে এবং নতুন করে কোনো প্রকল্প না নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Comment here