সারাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে আসছে ‘ইন্ডাস্ট্রিয়াল হলিডে’

লুৎফর রহমান কাকন : বিদ্যুৎ সাশ্রয়ে আরও উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে লোডশেডিং করে আরও বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাকে ‘ইন্ডাস্ট্রিয়াল হলিডে’ হিসেবে ঘোষণা করা হবে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, ইতোমধ্যে দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। এর মধ্যে এক হাজার মেগাওয়াট সাশ্রয় হচ্ছে বিদ্যুতের উৎপাদন বন্ধ রাখার কারণে; বাকিটা লোডশেডিংয়ের মাধ্যমে। এই সাশ্রয়ের পরিমাণ বাড়াতেই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের বিশ^াস, ‘ইন্ডাস্ট্রিয়াল হলিডে’র মাধ্যমে অন্তত ৫০০ মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয় করা যাবে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, গতকাল দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিদ্যুৎ ও জ¦ালানি বিভাগের কর্মকর্তারা বৈঠক করেন। রাজধানীর আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে বৈঠক হয়। সেখানে শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সপ্তাহে একেক দিন একেক শিল্পাঞ্চলে ‘ইন্ডাস্ট্রিয়াল হলিডে’ করতে চায় সরকার। ব্যবসায়ীরা এতে রাজি হন। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, শিল্পাঞ্চলগুলোয় সপ্তাহে একদিন সারাদিন লোডশেড বা বিদ্যুৎ বন্ধ রাখলেও ক্যাপটিভ পাওয়ার যাতে বন্ধ করা না হয়। ব্যবসায়ীরা বৈঠকে বলেন, অনেক কারখানায় প্রসেস প্লান্ট আছে। বিশেষ করে চামড়াশিল্পের মতো অনেক শিল্প আছে, যেগুলো ক্ষতিগ্রস্ত হবে।

 

Comment here

Facebook Share