বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেনাপোল সীমান্তে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ আমিনুর রহমান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।ads
আটক আমিনুর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Comment here