শরীফুল ইসলাম বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল ইমিগ্রেশনে ৫ পাসপোর্ট যাত্রীর শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় করোনা সন্দেহে উপজেলা আইসোলেশনে পাঠিয়েছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।
পাসপোর্ট যাত্রী- যশোরের স্বপ্না রানী বিশ্বাস, মাগুরা সদরের বনোমালি শিকদার, গোপালগঞ্জের সৌরভ মন্ডল, গোপালগঞ্জ সদরের বর্ণা বিশ্বাস, খুলনার মোঃ দিদারুল ইসলাম দারা।
শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা চিকিৎসা ও অন্যান্য কাজ শেষে ভারত থেকে নিজ দেশের ইমিগ্রেশনে এলে ইমিগ্রেশনের অবস্থানরত স্বাস্থ্য বিভাগের থার্মাল স্ক্যান মেশিনে তাদের শরীরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত তাপমাত্রা থাকায় তাদেরকে উচ্চ পদস্থ অফিসারদের নির্দেশে শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের আইসোলেশনে রাখার জন্য পাঠানো হয়েছে।
Comment here