কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ,মোঃ জয়নাল উদ্দিন : পুলিশের সঙ্গে কাজ করি, মাদক – জঙ্গী – সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ভৈরব উপজেলা কমিউনিটি পুলিশং ডে- ২০১৯ পালিত হয়েছে।
ভৈরব থানা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, ভৈরব সার্কেলর সহকারি পুলিশ সুপার রেজওয়ান দিপু, ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আনিসুজ্জামান, ভৈরব কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তারিক আহমেদ প্রমুখ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান।
এবং
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভৈরব থানার ওসি তদন্ত বাহলুল খান বাহার।
ভৈরবে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদজ সহ নানান অপরাধের বিরুদ্ধে শুদ্ধ অভিযান চালিয়ে অপরাধ মুক্ত ভৈরব গড়তে ভৈরব থানা পুলিশকে আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।
Comment here