ঢাকাসমগ্র বাংলা

মহাঅষ্টমী আজ, ঢাকায় কুমারীপূজা হবে না

ভক্তদের ঘরে বসেই অঞ্জলি দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা। কয়েকটি টেলিভিশন চ্যানেলের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করার কথা।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এ বছর দুর্গাপূজার উৎসবে বিধিনিষেধ থাকছে। এবারের দুর্গোৎসবকে ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেওয়া হচ্ছে পূজামণ্ডপ। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনচি নাচের প্রতিযোগিতা। এবার দেবী এসেছেন দোলায়, যাবেন হাতিতে চড়ে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সর্বশেষ দেওয়া তথ্য অনুসারে, এ বছর সারা দেশে ৩০ হাজার ২২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর সারা দেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮।

Comment here

Facebook Share