মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার লাখাইছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হিরামনি ভূমিজ (৩৩), রিনা ভূমিজ (২২) রাধা মাহালি (৪৫) ও পূর্ণিমা ভূমিজ।
কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, মাটির ঘর মেরামত করার করা জন্য তারা টিলা থেকে মাটি আনতে গিয়েছিল। এক পর্যায়ে টিলা ধসে তারা মাটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
advertisement
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির বলেন, ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালকদার বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’
Comment here