বিনোদন প্রতিবেদক : বছর খানেক আগে ‘পদ্মপুরাণ’ ছবিতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী চম্পা ও বিপাশা কবির। ছবিতে দু’জনই অভিনয় করেছেন মাদক ব্যবসায়ীর চরিত্রে। এরই মধ্যে শেষ হয়েছে এর নির্মাণ কাজ। এখন মুক্তির অপেক্ষায় ‘পদ্মপুরান’।
অবশেষে নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেওয়া হবে। সে অনুযায়ী তারা মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।
ছবির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এই ছবির গল্প নদী পাড়ের মানুষদের ঘিরে। নদীর পানি কমে যাওয়ার সঙ্গে বদলে যেতে থাকে তাদের জীবন। নদীর উপর নির্ভর করে যাদের জীবিকা, নদীর পানি কমে যাওয়ায় অভাবের মুখে পড়েন। দেখা দেয় বিভিন্ন সমস্যা। সেসব গল্পই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।’
পূণ্য ফিল্মস প্রযোজিত ‘পদ্মপুরাণ’র চিত্রনাট্য রচনা করেছেন রায়হান শশী। চম্পা, বিপাশা কবির ছাড়াও এতে অভিনয় করেছেন শম্পা রেজা, সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়া প্রমুখ।
Comment here