নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালকে ইঙ্গিত করে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা চালাচ্ছি। কিন্তু বিরোধীপক্ষ মিথ্যাচার করছে। আমি আজও এখানে আসার সময় পথেই দেখলাম ধানের শীষের সেøাগান দিয়ে ভোট চাওয়া হচ্ছে। কই আমরা তো বাধা দিইনি। বিরোধী পক্ষকে বাধা দেওয়ার প্রশ্নই আসে না।’ গতকাল খিলগাঁওয়ের তালতলাবাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই। যার ভোট সে দেবে। আমরা মানুষের ঘরে ঘরে যাব। নৌকার পক্ষে সবাই ভোট চাইব। আমি উপনির্বাচনে জয়ী হয়ে ৯ মাস কাজ করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, নারীবান্ধব সবুজ ঢাকা গড়ব। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, উন্নয়নের গিয়ার।’
এর পর আতিকুল ইসলাম বাড্ডাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। রাতে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আতিকুল যখন চা বিক্রেতা : নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রার্থীরা কত কিছুই না করে থাকেন। তবে মেয়রপ্রার্থী যখন চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোটারদের চা বানিয়ে খাওয়ান, সেটি বাড়তি আগ্রহ তৈরি করাই স্বাভাবিক। তেমনটিই করেছেন আতিকুল ইসলাম। গতকাল সোমবার বিকালে রাজধানীর আফতাবনগর এলাকায় প্রচার চালাচ্ছিলেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী। হঠাৎই একটি দোকানে গিয়ে চা বানাতে বসে গেলেন। সবাই আগ্রহভরে সাবেক এই মেয়রের চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানালেন, পান করালেন ভোটার ও কর্মীদের। তা পান করে মেয়রপ্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন তারা। চা দোকানদার ইয়াসিন বলেন, ‘ওনার মতো একজন সম্মানিত মানুষ আমার দোকানে বসে চা বানিয়েছেন, সেটি আমার জন্য গর্বের। আট কাপ চায়ের দাম দিয়ে গেছেন আটশ টাকা।
Comment here