মেডিকেলের ভর্তি পরীক্ষা শুরু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মেডিকেলের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়। রাজধানীসহ সারা দেশের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে ৯টার আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার হলে কোনো ডিভাইস নেওয়া যাবে না। এছাড়া পরীক্ষার সময় দুই কান খোলা রাখতে হবে বলেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের মোট ৫৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১২ জন পরীক্ষার্থী।

 

Comment here