“যার সঙ্গে জীবন কাটাবে, তাকেই বিয়ে করা উচিত” - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

“যার সঙ্গে জীবন কাটাবে, তাকেই বিয়ে করা উচিত”

‘আমি শাহরুখ আঙ্কেলের মস্ত বড় ফ্যান।’ সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমন কথাই বললেন সারা আলি খান।  আর এতেই চটেছেন কিং খানের ভক্তরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডের সেরা চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের রেড কার্পেটে উপস্থিত হন সারা। সে সময় উপস্থাপিকার সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘অনুষ্ঠানে আমার বাবার সঙ্গে শাহরুখ আঙ্কেলের উপস্থাপনা খুব উপভোগ করতাম।’ ব্যস সারার একটি শব্দ চয়নেই তাকে টুইটারে এক হাত নিয়েছেন শাহরুখ ভক্তরা।

টুইটারে সারার এ কথায় অনেকেই নিন্দা প্রকাশ করেছেন। সাইফ কন্যাকে অনেকেই তীব্র আক্রমণ করেছেন।

তবে অনেকেই আবার সারা পক্ষ নিয়ে নিন্দুকের নিন্দা করেছেন। তাদের কথায়, ‘শাহরুখ সারার বাবা সাইফ আলি খানের সহকর্মী। এছাড়াও সারা বয়সেও কিং খানের চেয়ে প্রায় ২৫ বছরের বেশি ছোট। তা বাবার সহকর্মীকে মেয়ে কাকু ছাড়া আর কি সম্বোধন করবে?’

একজন আবার লিখেছেন, ‘সারার আঙ্কেল ডাকে শাহরুখের যদি আপত্তি না থাকে তা তোমাদের এত গায়ে জ্বালা ধরছে কেন?’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাহরুখ খান ও সারা কোনো ধরনের মন্তব্য করেননি।

Comment here