আশিকুর রহমান :রাজধানীর তুরাগের ধউর এলাকা থেকে অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
বুধবার ৪ঠা মার্চ ভোরে রাজধানীর তুরাগের ধউর বেড়িবাঁধ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র, একটি খেলনা অস্ত্র, ৫ রাইন্ড গুলি, ২টি ডিবির জ্যাকেট, ৪টি ওয়্যারলেস সেট, একটি হ্যান্ডকাফ এবং পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করে র্যাব।
র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল শাফী উল্লাহ বুলবুল জানায়, গত কয়েকদিন যাবৎ র্যাব গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ও রাজধানীর আশপাশের জেলাগুলোতে এসব ডাকাত দলগুলোকে ফলো করে আসছে।
গতকাল ভোর রাতে র্যাব-১ একটি টীম ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়। তিনি জানান, এ ডাকাতদলের সদস্যরা ব্যাংক, এ্যায়ারর্পোট এলাকায় তৎপর ও বিভিন্ন সময় গোয়েন্দা পরিচয় দিয়ে থাকে। তিনি বলেন, তাদের নামে রাজধানী সহ এর আশপাশের জেলাগুলতে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
Comment here