রাজধানীর নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রাজধানীর নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নবাবপুরের সুরিটোলায় মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল বৃহস্পতিবার ১০টা ৮ মিনিটের দিকে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার রাত ১১টা ২২ মিনিটের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ফায়ার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে আগুন লেগেছে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। একইসঙ্গে আগুন লাগার কারণ জানা যায়নি

 

Comment here