রাজশাহী মহানগর আওয়ামীলীগ সন্মেলনের স্থান নির্বাচিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজশাহীসমগ্র বাংলা

রাজশাহী মহানগর আওয়ামীলীগ সন্মেলনের স্থান নির্বাচিত

মোঃ মাসুম রেজা ( পলাশ) রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী পহেলা মার্চ রাজশাহী মহানগর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভ উদ্বোধনও একই মাসে হবে। দুইটি বিষয়কে মাথায় রেখেই এই নগরীকে সাজানো হবে। দেখার মতো একটি সম্মেলন হবে। শান্তির শহর রাজশাহীতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মেলন এবং পরবর্তীতে মুজিববর্ষ উদ্যাপন হবে বলে আশা করছি।
আগামী পহেলা মার্চ সম্মেলন সফল করতে ৯টি উপ-কমিটি গঠন করা হয়। মাদ্রাসা মাঠ সম্মেলনের স্থান হিসেবে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়। পহেলা মার্চের সম্মেলন ছাড়াও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের ব্যাপারে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, এ্যাড. আসলাম সরকার, উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

Comment here