সজিবুল ইসলাম হৃদয়, নাটোর প্রতিনিধি: এসএসসি-২০১৯ পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। তবে ফলাফলে টানা দ্বিতীয়বারের মতো বোর্ডের তলানিতে নাটোর জেলা। সোমবার (০৬ মে) সকাল ১১টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামাণিক আনুষ্ঠানিকভাবে এবারের ফলাফল ঘোষণা করেন।
এসময় বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বোর্ডের সার্বিক ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ৯৪ দশমিক ৯৭ শতাংশ পাশের হারে শীর্ষে রয়েছে জয়পুরহাট জেলা অার তলানিতে রয়েছে নাটোর জেলা। নাটোর জেলায় পাসের হার ৮৯ দশমিক ৯৬ শতাংশ। এখানে মোট পরীক্ষার্থী ছিল ২০ হাজার ১৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ১০ জন। জিপিএ-৫ পেয়েছে একহাজার ৫২৭ জন। নাটোরে ৮৭ দশমিক ৯৯ শতাংশ ছাত্র এবং ৯২ দশমিক শূন্য ৪ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছে। ৮২ দশমিক ৩০ শতাংশ পাসের হার নিয়ে গত বছরও একই অবস্থানে ছিল নাটোর জেলা। এক ধাপ উপরে উঠলেও বোর্ড সেরা হতে পারেনি শিক্ষানগরী খ্যাত রাজশাহী। সার্বিক ফলাফলে এবার বোর্ডে দ্বিতীয় হয়েছে। দুই ধাপ উপরে উঠে বোর্ডে তৃতীয় অবস্থানে বগুড়া জেলা। বোর্ডে চতুর্থ অবস্থানে নওগাঁ জেলা। তিন ধাপ নেমে এবার পাবনা জেলার অবস্থান বোর্ডে পঞ্চম।
বোর্ডে ষষ্ঠ অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এক ধাপ নেমে বোর্ডে সিরাজগঞ্জ জেলার অবস্থান সপ্তম অবস্থানে। উল্লেখ্য, এ বছর সবমিলিয়ে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন। ৯১ দশমিক ৬৪ শতাংশ হারে পাস করেছে এক লাখ ৮৬ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন। এ বছর ৯২ দশমিক ৯৬ শতাংশ ছাত্রী এবং ৯০ দশমিক ৪৪ শতাংশ ছাত্র পাস করেছে। মোট জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ১১ হাজার ৬৮৬ জন ছাত্রী এবং ১১ হাজার ১০৯ জন ছাত্র।
Comment here