রাষ্ট্রপতি চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

রাষ্ট্রপতি চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। গতকাল রবিবার এ তথ্য জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতির প্রেস সচিব গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।

আগামী ৩০ অক্টোবর চিকিৎসা শেষে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Comment here