লিটারে ১ টাকা কমলো জ্বালানি তেলের দাম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

লিটারে ১ টাকা কমলো জ্বালানি তেলের দাম

টানা দুইমাস অপরিবর্তিত রাখার পর লিটারপ্রতি এক টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিন ১০৫ থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ১২৬ থেকে ১২৫ টাকা ও পেট্রোল ১২২ থেকে কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

সবশেষ গত ফেব্রুয়ারি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা বাড়ানো হয়েছিল। এরপর মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখে সরকার। এবার লিটারপ্রতি ১ টাকা দাম কমান হলো।

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই থেকে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে আসছিল সরকার।

Comment here