শাটডাউনেও চলছে বাস-মেট্রোরেল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

শাটডাউনেও চলছে বাস-মেট্রোরেল

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হামলায় জড়িতদের বিচার দাবি, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারে এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের এ কর্মসূচিতেও রাজধানীর বিভিন্ন সড়কে সীমিত আকারে বাস চলছে। সড়কে ব্যক্তিগত গাড়ি একেবারে কম।

সকালে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রাস্তায়। রাজধানীর বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এদিকে শাটডাউন কর্মসূচির মধ্যেও যথারীতি মেট্রোরেল চলছে। সকাল থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে মেট্রোরেল। তবে অন্যদিনের তুলনায় যাত্রী কম।

এর আগেরদিন বুধবার শাটডাউন কর্মসূচির মধ্যেও যথারীতি মেট্রোরেল চালানোর কথা জানিয়েছিল মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি।

Comment here