নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৬৮৮৯) এর সাথে বগুড়াগামী একটি লবণ বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৩-১৬৬৮) এর মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপর থাকা যাত্রী সহ চার জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এ সময় আহত ৭ জন কে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রতন হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। তবে তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।
Comment here