মোঃ সুজন আলম (শ্রীপুর উপজেলা, প্রতিনিধি) : গাজীপুরের শ্রীপুর কমিউনিটি পুলিশের, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম ভাঙ্গীর ব্যাক্তিগত উদ্যোগে।
৩/৪/২০২০ইং শুক্রবার, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। শ্রীপুর পৌরসভার কেওয়া খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসা মাঠে সামাজিক দূরুত্ব বজায় রেখে ২,শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শ্রীপুর পৌর কমিউিনিটি পুলিশের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান, দৈনিক মুক্ত আওয়াজকে জানান।পৌরসভার ৯টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যেমে ২,শ কর্মহীন পরিবারের তালিকা করা হয়।
পরে সে তালিকা যাচাই বাছাই করে নিশ্চিত হওয়ার পর প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, দেড় কেজি আলু, ১কেজি ডাল,সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থি ছিলেন শ্রীপুর পৌর কমিউিনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোফারফ হোসেন দীপু, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের কোষাধ্যক্ষ কাজী মাজহারুল ইসলাম।
Comment here