মোঃ হুমায়ূন কবির, স্টাফ রিপোর্টার : গাজীপুর পুলিশ সুপার, শামসুন্নাহার(পিপিএম) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, (ডিবি ও ডিএসবি) মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় গাজীপুর ডিবি স্পেশাল টীমের অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর/মোজাম্মেল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র শ্রীপুর থানাধীন যুগিরছিট সাকিনন্থ কাজী ফার্ম লিঃ এর মেইন গেটের সামনে গাড়ী পাকিং এর সামনে বাদী আরিফ হোসেনের নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদাদাবী এবং ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা গ্রহন করে।
আরো টাকা প্রদানের জন্য হুমকি প্রদান করে। উক্ত বিষয়ের ভিত্তিতে ২১/০৯/২০১৯ইং শনিবার বিকাল ০৩.টা ১০.মিনিটে ঘটনাস্থলে পৌছায় এবং ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে যুগিরছিট সাকিনন্থ কাজী ফার্ম লিঃ এর মেইন গেটের সামনে থেকে ১/মোঃ কামরুল হাসান (৪০) পিতা আঃ বাতেন, সাং-নয়াপাড়া ২/আঃ হাই (৫৬) পিতা মৃত আহম্মদ আলী, সাং-যুগিরছিট ৩/মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) পিতা আঃ মজিদ সরকার, সাং-যুগিরছিট, সর্ব থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর আসামীদের গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীগণ সংঘবদ্ধ চাঁদা আদায় চক্রের সক্রিয় সদস্য। এই সংক্রান্তে শ্রীপুর থানায় মামলা নং-৭৪ (৯) ১৯ রুজু হয়েছে।
Comment here