শিক্ষাঙ্গন

সরস্বতী পূজার ছুটি পেছাল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : সরস্বতী পূজার ছুটি পিছিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার ছুটি ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাবর্ষে ২৯ জানুয়ারি (বুধবার) ছুটির দিন নির্ধারণ করা হলেও আজ মঙ্গলবার তা পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিবর্তিত ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাসের স্বাক্ষরিত সংশোধিত ছুটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ২৯ জানুয়ারি সরস্বতী পূজার ছুটি নির্ধারণ করা ছিল। বর্তমানে সেটি পরিবর্তন করে ৩০ জানুয়ারি সরস্বতী পূজার ছুটি সংশোধন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, ছুটির তালিকায় ২৯ জানুয়ারি সরস্বতী পূজার ছুটি নির্ধারণ করা থাকলেও সেটি ৩০ জানুয়ারি হওয়ায় নতুন করে ছুটির দিন সংশোধন করা হয়েছে।

Comment here

Facebook Share