সারিয়াকান্দিতে ট্রাকচাপায় স্কুল শিক্ষকের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

সারিয়াকান্দিতে ট্রাকচাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

বগুড়া সংবাদদাতা : বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের চাপায় ইয়াছিন আলী সরকার (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করতে পারেনি পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আলী সরকার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরডোমকান্দি গ্রামের বাসিন্দা ও কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, সকালে সাইকেল যোগে কুতুবপুর বাজারে যাচ্ছিলেন ইয়াছিন আলী সরকার। একটি টেইলার্স থেকে জোব্বা নেওয়ার কথা ছিল তার। কিন্তু পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এ সময় তার মাথার মগজ সড়কে ছিটকে পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

Comment here